×

জাতীয়

আনোয়ারায় বাড়ির কক্ষে অবৈধ ভিওআইপি ব্যবসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০২:৫৪ পিএম

আনোয়ারায় বাড়ির কক্ষে অবৈধ ভিওআইপি ব্যবসা
দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা করার অপরাধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকা থেকে ভিওআইপি সরঞ্জামসহ মো. আলী আকবর রাসেল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বটতলী এলাকার মৃত বেলাল মাষ্টারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন উপ পুলিশ পরির্দশক রেজাউল করিম জানান, বুধবার (৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বটতলী এলাকার বেলাল মাস্টারের বসতঘরে আনোয়ারা থানা পুলিশের একটি টিম অভিযান চালানো হয়। সে সময় সেখানে থাকা রাসেলকে আটক করে তল্লাশী চালিয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের ৯৬৪টি সিম, দুইটি ল্যাপটপ, দুইটি ইন্টারনেট রাউটার ও সরঞ্জাম সামগ্রী জব্দ করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধন) ২০১০ এর ৩৫-২/৫৫-৭ ধারায় মামলা করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে রাসেল বটতলী এলাকায় এসব ব্যবসা করে আসছিলো। পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App