×

খেলা

আত্মবিশ্বাস বাড়িয়েছে লিটন-নাইম জুটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০৮:২৫ পিএম

আত্মবিশ্বাস বাড়িয়েছে লিটন-নাইম জুটি

রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈমের সূচনাটা দুর্দান্ত। টাইগার সমর্থকদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরু এ উত্তেজনা রোহিত শর্মাদের প্রবল আত্মবিশ্বাস কিছুটা হলেও ধাক্কা খেয়েছে।

নাঈম এক প্রান্তে অনেক বেশিই আগ্রাসী ছিল। লিটন দাসও চমক দেখানোর চেষ্টা করেছে। তবে হঠাৎ করেই তাকে চলে যেতে হয়েছে।

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম সেই ম্যাচটিতে জিতেছে ৭ উইকেটে। আজ দ্বিতীয় ম্যাচে জয় পেলে ভারতের মাটিতে প্রথম কোনো সিরিজ জিতবে মাহমুদউল্লাহর দল।

ব্যাটিং বান্ধব পিচ হিসেবে খ্যাতি আছে রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামের। তারপরেও রোহিতদের ফিল্ডিং নেয়ার কারণ কী? কার্তিকের শীতের শিশির এক্ষেত্রে একটা ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়াতে পারে। মাহমুদউল্লাহর যুক্তিও ছিল টস জিতলে শুরুতে বোলিংই নিতেন। তবে ঘটনা যাই হোক, শুরুর আত্মবিশ্বাসটা গোটা ম্যাচ জুড়েই থাকবে।

২০১৩ সালে রাজকোটের একই স্টেডিয়ামে অভিষেক ম্যাচ জিতেছিল ভারত। সেই ম্যাচেও টস জিতে ফিল্ডিং নিয়েছিল স্বাগতিকরা। আগের সুখস্মৃতি নিয়েই ব্যাটিং বান্ধব উইকেটে ফিল্ডিং নিয়েছেন রোহিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App