×

পুরনো খবর

২০২৫ সালের মধ্যেই দেশকে এশিয়ার সেরা করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৬:৪২ পিএম

২০২৫ সালের মধ্যেই দেশকে এশিয়ার সেরা করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশের ভাবমূর্তি গোটা বিশ্বে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। টিকাদানে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যে হাজারো স্বাস্থ্যকর্মী দিনরাত পরিশ্রম করেছে আজ তারাও নিজেদেরকে ভ্যাকসিন হিরোর সমপর্যায়ের ভাবতে পারছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, এই পুরস্কারের ফলে টিকাদানে বাংলাদেশ এখন গোটা বিশ্বের রোলমডেলে পরিণত হয়েছে। এই কার্যক্রম অব্যাহত রেখে ২০২৫ সালের মধ্যেই বাংলাদেশের অবস্থানকে এশিয়ার শ্রেষ্ঠত্বে পরিণত করতে আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।

বুধবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যাকসিন হিরো পুরস্কার প্রাপ্তির উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ.খ. ম. মহিউল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ডা. বার্ধন জাং রানা প্রমূখ।

অনুষ্ঠানে দেশের টিকাদান কর্মসূচিতে অসামান্য ভূমিকা রাখায় স্বাস্থ্যমন্ত্রণালয়ের আওতাধীন সেরা সিভিল সার্জন ও বিভাগীয় কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করা হয়।

সিভিল সার্জনদের মধ্যে ক্রেস্ট লাভ করেন-কুষ্টিয়া সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, ব্রাহ্মনবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহে আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের সিএইচও ডা. একেএম আনজুম আরা বেগম, বরিশালের ডা.মো. মতিউর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App