×

বিনোদন

সংবাদ সম্মেলনে জয়ার সঙ্গে ভারতের দুই নন্দিত পরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৪:৩৩ পিএম

সংবাদ সম্মেলনে জয়ার সঙ্গে ভারতের দুই নন্দিত পরিচালক
সংবাদ সম্মেলনে জয়ার সঙ্গে ভারতের দুই নন্দিত পরিচালক
সাফটা চুক্তির ভিত্তিতে আগামী ৮ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জয়া আহসান ও পাওলি দাম অভিনীত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আলোচিত ছবি ‘কণ্ঠ’। বাংলাদেশে ছবিটির পরিবেশক ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবির প্রচারণায় কোনো কমতি রাখছেন না জয়া। নিজের প্রযোজিত ও অভিনীত ‘দেবী’ চলচ্চিত্রটির মতোই দৌড়ঝাঁপ তার। কারণ এটি তার অভিনীত প্রথম কোনো ভারতীয় ছবি, যা মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে! পশ্চিমবঙ্গের প্রশংসিত পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় তাদের সর্বশেষ নির্মাণ ‘কণ্ঠ’ নিয়ে এসেছেন ঢাকায়। এদেশে মুক্তির আগে আজ (৬ নভেম্বর) অংশ নিলেন ছবিটির এ দেশের পরিবেশক ইমপ্রেস টেলিফিল্ম আয়োজিত সংবাদ সম্মেলনে। ছবির অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে বসে কথা বললেন এর নানা দিক নিয়ে। সঙ্গে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। চলচ্চিত্রটি নিয়ে নন্দিতা রায় বলেন, ‘ছবিটি নিয়ে যখন কাজ শুরু করি তখন আমি আর শিবু (শিবপ্রসাদ) এক প্রকার প্রতিজ্ঞা করেছিলাম যে, এটি বাংলাদেশে নিয়ে আসবোই। কারণ এটি নির্দিষ্ট কোনও দেশের ছবি নয়। এটি জীবন জয়ের গল্প।’ চলচ্চিত্রটির অপর পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদের বক্তব্যের অনেকটা অংশজুড়ে থাকলেন জয়া। প্রশংসা করলেন বেশ। বললেন, ‘দুই বাংলা মিলিয়ে জয়া ভীষণ ব্যস্ত। আগামী দুই বছর বোধহয় তার সিডিউল সব বুকড। অভিনেত্রী হিসেবে তিনি অসাধারণ। আমার মনে হয় বাংলা ভাষায় জয়া আহসানের মতো অভিনেত্রী এই উপমহাদেশে আর একটিও নেই। শুধু বাংলা ভাষায় কেন বলছি, মূলত জয়ার মতো অভিনেত্রী ভারতবর্ষে আর একটিও নেই। এ ছবিটির জন্য তিনি যা করে দেখিয়েছেন তা অবিশ্বাস্য। জয়ার অভিনয়টা দেখতে হলেও সবার ছবিটি দেখা উচিত।’ জয়াও শিবপ্রসাদকে প্রশংসায় ভাসালেন। পাশাপাশি বললেন চলচ্চিত্রটি নিয়ে। তার ভাষ্য, ‘আমি চাই শিবুদা আরও বেশি করে যেন অভিনয় করেন। তার অভিনয় দর্শকদের বিশেষ প্রাপ্তি হবে। আর এ ছবিটি শুধু ক্যানসার রোগীদের জন্য নয়, যারা জীবনযুদ্ধে হতাশায় ডুবে যান, হেরে যান এ ছবিটি তাদের জন্যও। এ ছবিটি একটি সঞ্জীবনী।’ চলতি বছর ১০ মে কলকাতায় মুক্তি পেয়েছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানে আলোচিত ছবি ‘কণ্ঠ’। ছবিটি প্রযোজনা করেছে ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউজ। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্য দুটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও পাওলি দাম। গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির (আরজে) ক্যানসারে কণ্ঠ হারানোর বেদনা এবং কণ্ঠ প্রশিক্ষকের সাহায্যে তার ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App