×

জাতীয়

শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ১২:২০ পিএম

শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি
বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার(৫ নভেম্বর) দিবাগত রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের অফিস কক্ষের তালা ভেঙ্গে একটি বায়োমেট্রিক হাজিরা মেশিন ও ডিজিটাল সাউন্ড সিষ্টেম চুরি করে নিয়ে যায় চোরেরা। ওই রাতে স্কুলের দপ্তরী কাম নৈশ প্রহরী জয়দেব কুমার কর্মরত ছিলেন না বলে জানা গেছে। এ ব্যাপারে বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা জানান, আজ বুধবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে তিনি জানতে পারেন যে, অফিস কক্ষের তালা ভেঙ্গে আলমারির কাগজপত্র তছনছ সহ হাজিরা মেশিন ও সাউন্ড সিষ্টেম চুরি হয়েছে। তবে মঙ্গলবার রাতে দপ্তরী কাম নৈশপ্রহরী তার বাচ্চার অসুখের কারণে বিদ্যালয়ে ছিলেন না বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভীন জানান, চুরির বিষয়টি প্রধান শিক্ষক আমাকে মোবাইল ফোনে জানিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App