×

জাতীয়

নাঈমুলের লাশ তুলে ময়নাতদন্তের আদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৯:১৯ পিএম

নাঈমুলের লাশ তুলে ময়নাতদন্তের আদেশ

রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরারের লাশ উত্তোলন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক এ আদেশ দিয়েছেন।

এর আগে আবরারের বাবা মো. মজিবুর রহমান বাদী হয়ে দৈনিক প্রথম আলো ও সাময়িকী কিশোর আলোর প্রকাশক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ওমর ফারুক আসিফ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বরের মধ্যে মামলার ও ময়নাতদন্তের প্রতিবেদন দিতে বলেছেন আদালত। মামলা তদন্তে মোহাম্মদপুর থানার ওসিকে দায়িত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে ছেলে নাঈমুলের অপমৃত্যুর মামলার তদন্ত করেও প্রতিবেদন দাখিলের আদেশ দেয়া হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাঈমুল। ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে বিচারের দাবি জানিয়ে আসছেন নিহতের পরিবার ও শিক্ষক-শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App