×

জাতীয়

কৃষক লীগের সম্মেলন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ১১:৫৭ এএম

কৃষক লীগের সম্মেলন শুরু
অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষক লীগের সম্মেলন শুরু হয়েছে। রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ নেতা কর্মীদের পদচারণায়। বুধবার(৬ নভেম্বর)বেলা ১১টায় সম্মেলন স্থলে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।এ সময় সম্মেলন মঞ্চ থেকে স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানানো হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক শামসুল হক রেজা। সম্মেলনে প্রকাশিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। তিনি বলেন, কৃষি কাজে কৃষকলীগের ভুমিকা থাকা প্রয়োজন। কৃষকলীগের কর্মকর্তাদের অন্তত ৩টি গাছ রোপনের নির্দেষ দেন তিনি। বিশ্বব্যাংক কৃষকদের ভর্তুকি দিতে বারণ করেছিল, আওয়ামী লীগ সরকার তা বহাল রেখেছে। তিনি আহ্বান করেন কৃষকের টাকা বিতরনে যেন অনিয়ম না হয়। রপ্তানিতে কৃষিপণ্যকে প্রাধান্য দিতে হবে। আশাব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের এক খন্ড কৃষিজমিও অনাবাদি থাকবে না। কৃষিজমি নষ্ট করে শিল্পায়ন নয়। তিনি বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণে কাজ করছে সরকার। যত্রতত্র ইন্ডাস্ট্রি করতে দেওয়া হবে না। কেউ ইন্ডাস্ট্রি করতে চাইলে ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে করতে হবে। এছাড়াও নিজের ফসল নিজে উৎপাদন করতে উৎসাহ দিতে কৃষকলীগকে আহ্বান জানান তিনি। হাওর এলাকায় কৃষকদের জন্য বীমা চালু করা হবে বলেও বলেন তিনি। ওদিকে প্রধানমন্ত্রী আসায় সোহরাওয়ার্দী উদ্যানে অবাধ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কৃষক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই। ওই সম্মেলনে সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন মোল্লাকে সভাপতি ও খোন্দকার শামসুল হক রেজাকে সাধারণ সম্পাদক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App