×

জাতীয়

কৃষকলীগ নেতাদের তিনটি করে গাছ লাগানোর নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৪:১৯ পিএম

দেশের কৃষি কাজে ভূমিকা রাখার পাশাপাশি কৃষকলীগের প্রতিটি নেতাকে অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলনে এ নির্দেশনা দেয়া হয়।

সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি কাজে কৃষকলীগের ভুমিকা থাকা প্রয়োজন। কৃষকলীগের কর্মকর্তাদের অন্তত ৩টি করে গাছ রোপন করতে হবে। নিজের ফসল নিজে উৎপাদন করতে চাষীদের উৎসাহ দিতে হবে। হাওর এলাকায় কৃষকদের জন্য বীমা চালু করা হবে।

কৃষকলীগ নেতাদের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কৃষকের টাকা বিতরণে যেন অনিয়ম না হয়। রপ্তানিতে কৃষিপণ্যকে প্রাধান্য দিতে হবে। আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের এক খণ্ড কৃষিজমিও অনাবাদি থাকবে না। আর কৃষিজমি নষ্ট করে শিল্পায়ন নয়। কৃষকদের ভর্তুকি দিতে বিশ্বব্যাংকের বারণ করার বিষয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার তা বহাল রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App