×

খেলা

কলেজ রাগবির পর্দা নামল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৫:০০ পিএম

কলেজ রাগবির পর্দা নামল
কলেজ রাগবি প্রতিযোগিতার শিরোপা জিতেছে গাজিরচট এ. এম. উচ্চ বিদ্যালয় ও কলেজ। বুধবার (৬ নভেম্বর) ফাইনালে গাজিরচট এ. এম. উচ্চ বিদ্যালয় ও কলেজ ১০-৫ পয়েন্টে ঢাকা কমার্স কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কবি নজরুল সরকারী কলেজ ৩য় স্থান ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ৪র্থ স্থান লাভ করে। গাজিরচট এ. এম. উচ্চ বিদ্যালয় ও কলেজের মিতা টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন । বুধবার (৬ নভেম্বর) ৪র্থ ওয়ালটন অনুর্ধ্ব ১৭ বালিকা কলেজ রাগবি প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদা আক্তার বেগম। ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বিশিষ অতিথি শাহজান আলী পরিচালক শারীরিক শিক্ষা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত থেকে বিজয়ীদের ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরন করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সাধারন সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ আহমেদ, টুনামেন্ট কমিটির সম্পাদক সদস্য পারভীন নাহার পুতুল, সদস্য সিরাজুল ইসলাম, সদস্য দীন ইসলাম। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। এবার প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেন নাজমুস সাকিব শোভন, আবু আরিফ, জহিরুল ইসলাম, ফাহিম সরকার ও ওয়াস্তী আফজল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App