×

জাতীয়

নিউইয়র্কে খোকার প্রথম জানাজা সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ১২:৪৪ পিএম

নিউইয়র্কে খোকার প্রথম জানাজা সম্পন্ন
নিউইয়র্কে খোকার প্রথম জানাজা সম্পন্ন
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার প্রথম জানাজা নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজায় অংশ নেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা, দূতাবাসের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা। জানাজা শেষে তাকে গার্ড অব অনার জানানো হয়। জানাজার আগে তার প্রতি সম্মান জানান প্রবাসী মুক্তিযোদ্ধারা। এসময় খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই আমার বাবার শেষ ইচ্ছা মতো তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। ‘সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। খোকাপুত্র বলেন, ‘আমার বাবা যখন প্রথম এখানে (নিউইয়র্কে) এসেছিলেন, তখন থেকেই উনি চতুর্থ ধাপের ক্যান্সারে আক্রান্ত রোগী ছিলেন। এখানে আসার পর আপনারা বাংলাদেশ কমিউনিটি যে সমর্থন দিয়েছেন সেজন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। এসময় মৃত্যুর পরে খোকার মরদেহ দেশে নেওয়ার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করতে সব ধরনের সহযোগিতা করায় বাংলাদেশ কনস্যুলেটকে ধন্যবাদ জানান তিনি। সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। খোকার মৃত্যুকে নিউইয়র্কে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ পাবার পর স্থানীয় বিএনপি, আওয়ামীলী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা খোকার লাশ দেখতে হাসপাতালে ছুটে গেছেন। তারা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ঢাকা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, জহির উদ্দিন স্বপন ফোন করেও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছবে খোকার মরদেহ। ওই ফ্লাইটে খোকার পরিবারের সদস্যরাও ঢাকায় আসবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App