×

জাতীয়

জাবিতে ছাত্রলীগের হামলায় সিপিবির নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০৯:০৪ পিএম

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত ছাত্র-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার (৫ নভেম্বর) সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেন, উপাচার্যের কাছ থেকে ঈদ বখশিশ পাওয়া ছাত্রলীগের নেতারা উপাচার্য রক্ষায় লাঠিয়াল হিসেবে মাঠে নেমেছে। তাদের আক্রমণে আহত হয়েছে আন্দোলত ছাত্ররা। আন্দোলনকারী শিক্ষকরাও ছাত্রলীগের হামলা থেকে রেহাই পায়নি। নেতৃবৃন্দ ছাত্রলীগের এ ধরনের গুন্ডামির তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং ছাত্র-শিক্ষক নিগ্রহের জন্য বিচার করতে হবে। নেতৃবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার নিন্দা জানিয়ে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App