×

বিনোদন

আইসিসিআরের পদক পাচ্ছেন বন্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ১১:১৫ এএম

আইসিসিআরের পদক পাচ্ছেন বন্যা

বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবার আইসিসিআর এলামনাই অ্যাওয়ার্ড পাচ্ছেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন সংক্ষেপে যা আইসিসিআর নামে পরিচিত।

আগামী ১৫ নভেম্বর তার হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে পদক প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তার প্রতিষ্ঠান সুরের ধারার ছাত্রছাত্রীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনাও থাকবে। রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পাওয়া সঙ্গীতশিল্পী।

এ ছাড়া অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভ‚ষণ’ পদক। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি মন্ত্রালয়ের ‘সঙ্গীত সম্মান পুরস্কার’, শ্রেষ্ঠ নারী রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরপর দুবার পেয়েছেন আনন্দ সঙ্গীত পুরস্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App