×

খেলা

বাহরাইনে পৌঁছেছে যুব ফুটবলাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ০৯:০৯ পিএম

বাহরাইনে পৌঁছেছে যুব ফুটবলাররা

বাহরাইনে যুব ফুটবলাররা

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব খেলতে বাহরাইনে পৌছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সদ্যই সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলা এন্ড্রু পিটারের শিষ্যরা গত তিন মাস ঢাকার বেরাইদে অনুশীলনে ছিল।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ওমানে। ছোটরা রয়েছে তাদের পাশের দেশে। শেষবার ২০০২ সালে এই টুর্নামেন্টের বাছাইপর্বের গণ্ডি উৎরাতে পেরেছিল বাংলাদেশ। ১৭ বছর আগের সাফল্যে পেরিয়ে যাওয়ার প্রত্যয় লাল-সবুজ প্রতিনিধেদের। 'ই' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান, বাহরাইন ও ভুটান। সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয় এ ছেলেরা। এছাড়া, অক্টোবরে একই কন্ডিশনে কাতারে তিন জাতি টুর্নামেন্টে কাতার ও কুয়েতের বিপক্ষে খেলেছে ইয়াসিন আরাফাতরা।

৬, ৮ ও ১০ নভেম্বর বাহরাইন, জর্ডান ও ভুটানের বিপক্ষে মাঠে নামবে আলতাফ-রাশেদরা। তবে ওখানে গিয়ে কোনো প্রাকটিস ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ। যা খুব বেশি ছেদ ফেলবে না, আশা এ ইংলিশ কোচ এন্ড্রু পিটার টার্নার। ১১ নভেম্বর দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবলাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App