×

জাতীয়

নাইমুলের মৃত্যু নিয়ে মন্ত্রিসভায় উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ০৪:০৮ পিএম

নাইমুলের মৃত্যু নিয়ে মন্ত্রিসভায় উদ্বেগ
ঢাকা রেসিডেনসিয়াল স্কুলের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যু নিয়ে মন্ত্রিপরিষদের সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভায় এ আলোচনা হয়। সভা শেষে তিনি বলেন, মন্ত্রিসভা আবরারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে। এই মৃত্যু নিয়ে কোনো গাফিলতি অথবা নিরাপত্তার ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করায় তদন্তাধীন বিষয়ে খুব বেশি মন্তব্য করাও ঠিক হবে না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, নাইমুল মারা গেছে, তারপরও অনুষ্ঠান চালিয়ে গেছে কর্তৃপক্ষ। আবরারের মৃত্যু সংবাদটি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়নি, হাসপাতাল থেকে স্কুল কর্তৃপক্ষ আবরারের মৃত্যু সংবাদ জেনেছে। তিনি বলেন, কারো অপমৃত্যু হলে ময়নাতদন্ত করে লাশ দাফন করতে হয়, কিন্তু আবরারের লাশ দাফন হয়েছে ময়নাতদন্ত ছাড়াই। এখানে আয়োজককারীদের কোনো ভূমিকা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এই অনুষ্ঠানের আয়োজক প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান কিশোর আলো। তাদের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে নাইমুল হয়ে মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App