×

জাতীয়

গাঁজা পরিবহনে ‘বেশি ঝুঁকি তো টাকা বেশি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ০৬:৫৮ পিএম

গাঁজা পরিবহনে ‘বেশি ঝুঁকি তো টাকা বেশি’
গাঁজা পরিবহনে ‘বেশি ঝুঁকি তো টাকা বেশি’
পার্শ্ববর্তী দেশ থেকে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে গাঁজা আনছে একটি চক্র। পরে বাহক দিয়ে নানা কৌশলে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়া হচ্ছে তা। ঝুঁকি বিবেচনায় গাঁজা পরিবহনের জন্য ২০-৪৫ হাজার টাকা নিয়ে থাকে চক্রের সদস্যরা। মো. নবির হোসেন (৩৯) ও মো. সুমন মিয়া (৩০) নামে এ চক্রের দুজন বাহককে গাজিপুর মহানগরী থেকে গ্রেপ্তার করা গেলেও মূলহোতা এখনো অধরা। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না, তবে তাকে আটকের চেষ্টা চলছে। গাজীপুর মহানগরীর জয়দেবপুর থেকে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়ে সোমবার (৪ নভেম্বর) এসব তথ্য জানান র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান। তিনি জানান, চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্য-নতুন কৌশল অবলম্বন করছে। কখনো যাত্রীবাহী বাসে, আবার কখনো ট্রাকে করে গাঁজা নিয়ে আসছিল তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নবির ও সুমনের মাধ্যমে গাঁজার চালান ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় পাঠানো হয়। তাদের কাছ থেকে সিন্ডিকেটের সদস্যরা গাজা কিনে নেয়। ৪০ কেজি গাঁজার চালানটি গাজিপুরের এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করার কথা ছিল। মূলহোতাসহ এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App