×

বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারো চাঁদের হাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ১২:১৪ পিএম

কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারো চাঁদের হাট

গতবারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বলিউড তারকারা।

আগামী ৮ নভেম্বর হতে চলছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চাঁদের হাট। উদ্বোধনের দিন উপস্থিত থাকছেন বিগ বি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, রাখি গুলজার, গৌতম ঘোষ, অ্যান্ডি ম্যাকডোয়েল মাধবী মুখোপাধ্যায়সহ অন্যান্য তারকারা। উপস্থিত থাকার কথা রয়েছে শাহরুখ খানেরও।

তবে তিনিও এখনো নিশ্চিতভাবে কিছু জানাননি বলেই জানা যাচ্ছে। আসছেন হলিউডের কিছু পরিচালকও। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম বর্ষ। আর এ বছরই যেহেতু সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবিটির ৫০তম বর্ষপূর্তি, তাই উৎসবের সূচনা হবে এই ছবি দিয়েই। এই প্রথমবার থ্রিডিতে দেখানো হবে ছবিটি।

এ বিষয়ে এ রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, ১৪ নভেম্বর ছোটদের জন্য চলচ্চিত্র উৎসবে মোট ৪টি ছবি দেখানো হবে। এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি। উৎসবের স্বাক্ষর স্বরটি বানিয়েছেন বিক্রম ঘোষ। শুক্রবার শিশির মঞ্চে চলচ্চিত্র উৎসব নিয়ে হওয়া বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক। এ দিন পরমব্রত চট্টোপাধ্যায় জানান, ফিল্মের পথচলা শুরু শর্ট ফিল্ম থেকে। তাই তার গুরুত্ব ভুলে গেলে চলবে না।

এবার চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোট ৯২টি শর্ট ফিল্ম ও ৫৭টি ডকুমেন্টারি দেখানো হবে। এবারের চলচ্চিত্র উৎসবে মোট ৭৬টি দেশের ছবি দেখানো হবে। যার মধ্যে থাকছেন আফগানিস্তান, সিরিয়া, গুয়াতেমালা, উরুগুয়েসহ আরো বেশ কিছু দেশের ছবি। থ্রিডি ছবিগুলো বিজলি ও প্রিয়া সিনেমা হলে দেখানো হবে। এ ছাড়া অন্যান্য ছবিগুলো দেখানো হবে নন্দন ১ ও ২, নবীনা, অজন্তা, অবনী, নজরুল তীর্থ, শিশির মঞ্চ, রবীন্দ্র সন্দন, আইনক্স সিটি সেন্টারসহ আরো বেশ কিছু প্রেক্ষাগৃহে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App