×

জাতীয়

স্কুলের মাঠে মাছ চাষ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০২:১৮ পিএম

স্কুলের মাঠে মাছ চাষ!
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য (মেম্বার) ইকবাল হোসেন স্থানীয় একটি ক্লাবের নামে গ্রামের স্কুলের পাশে খেলার মাঠ দখল করে মাছ চাষ করছেন। মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। পানি জমে থাকায় শিশু শিক্ষার্থীদের নিয়ে সর্বদা আতঙ্কে থাকেন অভিভাবকরা। জানা গেছে, বর্ষার শুরুতেই এ স্কুল মাঠে পানি আটকিয়ে মাছ চাষ করায় একটি সরকারি প্রাইমারি স্কুল ও একটি বেসরকারি হাই স্কুলের ৮ শতাধিক শিক্ষার্থী এ মাঠে কোনো প্রকার খেলাধুলা করতে পারছে না। তবে ওই ইউপি সদস্য জানান, মাঠের চারপাশে রাস্তা ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠায় রাস্তা উপচিয়ে খেলার মাঠে বর্ষার পানি ঢুকে পড়ে। মাঠের পাশে আমার একটি খাল রয়েছে। খালের মাছ মাঠে ঢুকে পড়ায় এখানেও কিছু মাছ চাষ ছেড়েছি। মাঠের মাছ বিক্রি করে লাভের একটি অংশ ক্লাবের উন্নয়নে ব্যয় করা হয়। তিনি আরো বলেন, বিষয়টি হাইস্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ কায়েমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য (মেম্বার) ও কায়েমপুর তরুণ সংঘের সভাপতি ইকবাল হোসেন বন্যার পানিতে ডুবে যাওয়া খেলার মাঠটিতে অন্যায়ভাবে তরুণ সংঘ নামে মাছ চাষ করছে। মাছ বিক্রি করে যে আয় হয় তা ক্লাবের লোকজন ভাগ করে নেয়। এ বিষয়ে কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসিবুল হক হাসান জানান, কায়েমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খেলার মাঠের বন্যার পানিতে ঘের দিয়ে কায়েমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন মাছ চাষ করছেন। মাছ বিক্রির টাকা দিয়ে কি হয় তা আমার জানা নেই। কায়েমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিলা চৌধুরী জানান, তার বিদ্যালয়ের পাশের খেলার মাঠটি তাদের সম্পত্তি না। তাই তিনি কিছুই বলতে পারেন না। মাঠটির পাশের কায়েমপুর মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাফিজা পারভীন জানান, মাঠটি তাদের। এখানে পাশের প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা নিয়মিত খেলাধুলায় অংশ নিয়ে থাকে। বর্ষায় মাঠে মাছ চাষের কথা জানতে চাইলে তিনি বলেন, ইউপি মেম্বর ইকবাল তার প্রভাব খাটিয়ে খেলার মাঠে মাছ চাষ করছেন। আমরা আপত্তিতে করে কোনো প্রতিকার পাচ্ছি না। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা যিনি দান করেছেন স্কুল মাঠটি তার দেয়া জায়গা। মাঠে মাছ চাষ হচ্ছে তা আমাকে আগে অবগত করা হয়নি। জানলে আগেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেত। শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্ষায় মাঠের পানি সরবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ চাষের ঘটনা আমাকে কেউ বলেননি। তিনিও বলেন বিষয়টি খোঁজখবর নিচ্ছি। উল্লেখ্য, ওই খেলার মাঠে কয়েকদিন আগে এক সন্ধ্যায় হাঁস খুঁজতে গিয়ে মাঠের মধ্যে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক সন্তানের জননী গৃহবধূ ইসমত আরা (৩০) নিহত হন। ইসমত আরা কায়েকপুর গ্রামের রাজমিস্ত্রী জয়নাল প্রামাণিক কালুর স্ত্রী। এ ঘটনায় পরদিন নিহতের স্বামী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App