×

জাতীয়

সরকার খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০১:০৭ পিএম

সরকার খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেসব খুনির দণ্ড কার্যকর হয়নি, তারা বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে তা আরো বাড়ানো হবে। জেল হত্যা দিবস উপলক্ষে রবিবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি। এ সময় সেতুমন্ত্রী বলেন, কোনও কোনও দেশে আইনে সমস্যা আছে। তাদের দেশে মৃত্যুদণ্ডের কোন বিধানও নেই। ফাঁসির আসামি বিধায় তাদের ফিরিয়ে আনতে অসুবিধা হচ্ছে। তবুও বিভিন্ন দেশে যারা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান উচ্চপর্যায়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। তাদের কীভাবে ফিরিয়ে আনা যায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্ট ও ৩ নভেম্বর একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App