×

জাতীয়

শিল্পপতি দম্পতিকে তুলে নেয়ার অভিযোগে এসপিকে প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৮:৪৫ পিএম

শিল্পপতি দম্পতিকে তুলে নেয়ার অভিযোগে এসপিকে প্রত্যাহার

হারুন অর রশীদ (ফাইল ছবি)

আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ জেলার দ্বায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। রবিবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জ জেলা থেকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) নিযুক্ত করা হয়েছে। দেশে চলমান শুদ্ধি অভিযানের মধ্যে পুলিশে প্রতাপশালী কর্মকর্তা হিসেবে পরিচিত হারুনকে প্রত্যাহারের ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। শনিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে বিরোধের জের ধরে আম্বার গ্রুপের কর্নধার শওকত আজিজ রাসেলের পুত্র ও পুত্রবধুকে গভীররাতে তুলে নেওয়ার অভিযোগে তাকে নারায়ণগঞ্জ থেকে সরানো হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। একাধিক সূত্রে জানা গেছে, পুলিশ সুপার হারুন নানা কারনে নিজ বাহিনীতে আলোচিত ও সমালোচিত। গাজীপুরের পুলিশ সুপার থাকাকালে লোকজনকে আটকে টাকা আদায়ের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বিদেশে টাকা পাচারেরও। পুলিশ হেডকোয়ার্টার্স ও স্বরাস্ট্র মন্ত্রনালয়ে তার বিরুদ্ধে নামে বেনামে পাহাড়সম অভিযোগ জমা পড়লেও তিনি ছিলেন বহাল তবিয়তে। রাষ্ট্রের একজন বিশেষ ব্যক্তির নাম ভাঙিয়ে হারুন হয়ে উঠেন দণ্ডমুণ্ডের কর্তা। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। প্রসঙ্গত, হারুন পুলিশের তেজগাঁও জোনের এডিসি থাকাকালীন হরতাল বিরোধী মিছিলকালে সংসদ ভবনের সামনের রাস্তায় বিএনপির তৎকালীন চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের বস্ত্রহরণ করে ব্যাপক আলোচিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App