×

খেলা

বাংলাদেশের সামনে টার্গেট ১৪৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৯:৩৩ পিএম

বাংলাদেশের সামনে টার্গেট ১৪৯

দিল্লির ঐতিহাসিক অরুণ জেটলি (ফিরোজ শাহ কোটালা) স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪৮ রান।

পেসার শফিউল ইসলামের করা ইনিংসের প্রথম ওভারেই ফিরেন রোহিত শর্মা। সপ্তম ওভারে নিজের প্রথম ওভার করতে এসে উইকেট পান লেগি আমিনুল ইসলাম বিপ্লব। তিনি ফেরান লোকেশ রাহুলকে। তাতে ৩৬ রানে ২ উইকেট হারায় ভারত। এরপর অবশ্য শিখর ধাওয়ানকে নিয়ে শুরুর ধাক্কা কিছুটা সামাল দেন শ্রেয়াস আয়ার। বিপ্লবকে দুটি ছক্কাও হাঁকান আয়ার। শেষ পর্যন্ত অবশ্য এই ডানহাতিকে নিজের দ্বিতীয় শিকার বানান বিপ্লব। এরপর শেখর ধাওয়ানকে রান আউট করলে ৯৫ রানে চার উইকেট হারায় ভারত।

এরপর অভিষিক্ত শিভাব দেবুতে কট এন্ড বোল্ড করে আফিফ হোসেন ধ্রুব। এতে ১০২ রানেই পাঁচ উইকেট হারায় ভারত। তবে শেষ দিকে কুনা পান্ডে ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে চড়ে ১৪৮ রানে লড়াকু পুজি পায় ভারত।

বাংলাদেশের আমিনুল ইসলাম বিল্পব ও শফিউল ইসলাম দুটি করে উইকেট লাভ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App