×

খেলা

বাংলাদেশের চাপে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৯:৩০ পিএম

বাংলাদেশের চাপে ভারত

টস জিতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বোলিংয়ে মাঠে নেমেছেন টাইগাররা। সাকিববিহীন বাংলাদেশ দলের তরুণদের আত্মবিশ্বাস বেড়েছে। বল হাতে সেই বার্তাই দিচ্ছেন আমিনুল ইসলাম বিপ্লব। প্রথমে আউট করেছেন লোকেশ রাহুলকে। তারপর মারকুটে ব্যাটিং করা শ্রেয়াস আয়ারকেও ফেরত পাঠিয়েছেন।

প্রথম ওভারে আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরায় শফিউল ইসলাম। প্রথম পাঁচ ডেলিভারিতে ১০ রান দিয়ে বসেন। আর সুযোগটা নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। হাঁকিয়ে দেন দুই বাউন্ডারি।

তবে মোড়টা ঘোরে কিছুটা পরেই। তাণ্ডব সৃষ্টি করা রোহিত আটকে যান শফিউলের কাছে। হতাশা ছড়িয়ে সাজঘরে ফিরতে হয় অধিনায়ককে।

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ভারত ব্যাট করছে চাপের মুখে। ‘ভয়াবহ’ বায়ু দূষণে কারণে শঙ্কায় ছিলেন টাইগার ভক্তরা। বৃষ্টির দুপুর থেকে ধোঁয়া ও কুয়াশায় ছেয়ে যায় অরুণ জেটলি স্টেডিয়ামের আশেপাশের এলাকা।

ভারতের ক্রিকেট সমর্থকরা ম্যাচটি বাতিলের দাবি জানিয়েছিলেন। তবে সব শঙ্কা উড়িয়ে মাঠে গড়ালো সহস্রতম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। সঙ্গে সঙ্গে টাইগারদের শঙ্কাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App