×

খেলা

ফের মাঠে নামার কথা ছাড়া কিছুই ভাবছি না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ১১:১৯ এএম

ফের মাঠে নামার কথা ছাড়া কিছুই ভাবছি না

ম্যাচ ফিক্সিংয়ের শাস্তি পেয়েছেন অনেক ক্রিকেটার। সাজা ভোগ করে অনেকে ক্রিকেটে ফিরেছেন। কিন্তু পাপ না করে পাপের শাস্তি ভোগ কিছুতেই মানতে পারছেন না সাকিব ভক্তরা। লঘু পাপে গুরুদণ্ড দেয়ায় এক বছর সব ধরনের ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কার কারণে ক্রিকেটের বাইরে সাকিব তা ইতোমধ্যে জেনে গেছেন টাইগার সমর্থকরা। আজ ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে সাকিববিহীন টাইগার বাহিনী। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মতে এই ম্যাচে সাকিব থাকলে রোহিতদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হতো। তাই বিশ^সেরা অলরাউন্ডার নিষিদ্ধ হওয়ার পর থেকেই অশান্ত হয়ে উঠেছেন ভক্ত-সমর্থকরা। বিক্ষোভ-মিছিলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচারণা তো চলছেই। তবে এত ঘটনা ঘটার পরও গত তিনদিন চুপ ছিলেন সাকিব। অবশেষে নিজের ফেসবুক পেজের মাধ্যমে মুখ খোলেন তিনি। যেখানে সাকিব ভক্ত- সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হওয়ার কথা জানানোর পাশাপাশি সবাইকে শান্ত থাকার অনুরোধও করেছেন। জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অপরাধে ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। তবে আকসুকে তদন্ত কাজে সহায়তা করায় তার শাস্তি এক বছর কমিয়ে দিয়েছে আইসিসি। কিন্তু সাকিবকে শাস্তি দেয়ার পর ভক্ত-সমর্থকরা বুঝে না বুঝে বিসিবিকে দোষারোপ করছে। তাই এ বিষয়ে নিজের ফেসবুকে সাকিব লিখেছেন, শুরুতেই বলতে চাই, এই খারাপ সময়ে সব ভক্ত ও শুভাকাক্সক্ষী যে নিঃস্বার্থ সমর্থন, ভালোবাসা নিয়ে আমার এবং আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শেষ কয়েকদিনে দেশের হয়ে মাঠে নামার গুরুত্ব আমি আরো ভালোভাবে অনুধাবন করতে পেরেছি। সেই পরিপ্রেক্ষিতে আমার ওপর শাস্তি আরোপিত হওয়ায় ক্ষুব্ধ সব ভক্ত ও শুভাকাক্সক্ষীদের ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ করছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আইসিসির আকসুর পুরো তদন্তই ছিল অত্যন্ত গোপনীয় এবং আমার ওপর শাস্তি আরোপিত হওয়ার মাত্র কয়েক দিন আগে বিসিবিকে আমি এ ব্যাপারে জানাই। দেরিতে জানলেও এমন পরিস্থিতিতে বিসিবিই আমাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে। তাই বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন, সবাইকে ধন্যবাদ। মনে রাখতে হবে, পুরো ব্যাপারটিই একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হচ্ছে। যেহেতু ওই সময়ে আমি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারিনি তাই আমিও আমার ওপর আরোপিত শাস্তি মাথা পেতে নিয়েছি। আগামী ২০২০ সালে বাংলাদেশের হয়ে আবার মাঠে নামার কথা ছাড়া এই মুহূর্তে আর কিছুই ভাবছি না আমি। ততদিন পর্যন্ত আপনাদের দোয়া আর প্রার্থনায় আমাকে রাখবেন বলেই আশা করছি। ধন্যবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App