×

খেলা

দুদকে সাকিব আল হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০২:৪৯ পিএম

আইসিসি কর্তিক এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান হঠাৎ করেই আজ দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসেন। সকাল সাড়ে দশটার দিকে দুদকের প্রধান কার্যালয় আসেন তিনি। সেখানে ছিলেন প্রায় আধ ঘণ্টার মতো। দুদক চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি বেরিয়ে যান। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য খবরটি নিশ্চিত করেন। প্রণব কুমার জানিয়েছেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন সাকিব। দুদকের শুভেচ্ছাদূত হিসেবে সময় পেলেই আসেন সাকিব। বিশেষ কোনো বিষয়ে আসেননি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। গত ২৯ অক্টোবর জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে নিষিদ্ধ করেছে আইসিসি। ভারত সফরে তাই দলের সঙ্গে যেতে পারেননি তিনি। প্রণব কুমার জানালেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন সাকিব। এর আগে গত ৩১ অক্টোবর সাকিবকে নিয়ে দুদক চেয়ারম্যান বলেছিলেন, সাকিবকে নিয়ে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। কিন্তু একই সঙ্গে সে ভুল স্বীকার করেছে, তার মধ্য দিয়ে সে উচ্চ নৈতিকতার পরিচয় দিয়েছে। দুদক যখন চেয়েছে তখনই সাকিব বিনা পয়সায় আমাদের সঙ্গে কাজ করেছে। সে তরুণদের আইডল। আশা করি আগের মতোই আমরা সাকিবকে পাশে পাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App