×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০১:৫০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকা আট দল সরাসরি সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সুপার টুয়েলভে খেলতে হলে উতরাতে হবে গ্রুপ পর্বের বাধা। গতকাল শেষ হয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব। সেখান থেকে ছয়টি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দেশগুলো হলো- আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউ গিনি ও ওমান। এই ছয়টি দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে এখন গ্রুপ পর্বে যোগ দেবে। এই আটটি দেশকে ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ করা হয়েছে । প্রতি গ্রুপে রয়েছে সমান চারটি করে দেশ। প্রতি গ্রুপ থেকে দুটো করে দেশ সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ লড়বে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো- নেদারল্যান্ডস, নামিবিয়া ও স্কটল্যান্ড। আর ‘এ’ গ্রপে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও ওমান। গ্রুপ পর্বে আগামী বছরের ১৯ অক্টোবর নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২১ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে টাইগাররা। ২৩ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে মাহমুদউল্লাহ-মুশফিকরা। সুপার টুয়েলভের দল: অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ওয়েস্টইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App