×

জাতীয়

দুদকে জি কে শামীম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০২:১২ পিএম

দুদকে জি কে শামীম
দুদকে জি কে শামীম
অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য জি কে শামীমকে দুদকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করবেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ও উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। রবিবার (৩ নভেম্বর) বেলা দুটোর সময় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয় । এছাড়া ক্যাসিনো কাণ্ডের মূল হোতা সদ্য বহিস্কৃত যুবলীগের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া কে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসার কথা থাকলেও তাকে আনা হয়নি। দুদক সূত্র জানিয়েছে, আরেকটি মামলায় পিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছে। ফলে দুদকে আনা সম্ভব হয়নি। এর আগে গত ২৭ অক্টোবর দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন তার সাত দিন রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ শামীমের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়।জিকে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জন ও ভোগদখল করার অভিযোগ আনা হয় সেখানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App