×

খেলা

শাহীনের বলে কুপোকাত শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ১০:৩৩ পিএম

শাহীনের বলে কুপোকাত শ্রীলঙ্কা

শাহীন

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার দিনের দ্বিতীয় ম্যাচে শনিবার (২ নভেম্বর) প্রথম দিন মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। আর এ দিন প্রথমে ব্যাট করতে নেমেই টাইগার পেসার শাহীন আলমের গতিতে কুপোকাত হয়েছে লঙ্কানরা। শনিবার নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৮৪ রান তুলতে সমর্থ হয়েছে তারা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন ওপেনার উইকরামাসিঙ্গে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান এসেছে কাবিস্কা লাকসানের ব্যাট থেকে। আর তৃতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন নিপুণ ধনাঞ্জয়া। শ্রীলঙ্কার ১০ ব্যাটসম্যানের মধ্যে ৬ জনই ছুতে পারেননি দুই অঙ্কের ঘর। শাহীন আলম একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। ১৭.৩ ওভার বল করে ৬২ রান খরচায় উইকেটগুলো শিকার করেন তিনি। লঙ্কানদের বাকি ৩টি উইকেটের মধ্যে ২টি তুলে নিয়েছেন আশিকুর রহমান রুহিত। আর একটি উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার গতকাল ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলে দিন শেষ করেছে তারা। ব্যাটিংয়ে রয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল ও আলভি হক। প্রান্তিক অপরাজিত রয়েছেন ২৮ রানে। অন্যদিকে আলভি হক ৮ রানে অপরাজিত রয়েছেন। আর লঙ্কানদের হয়ে একই দিনে দুটো উইকেটই তুলে নিয়েছেন উইকরামাসিঙ্গে। এদিকে ২০২০ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে বিশেষভাবে দলকে গড়ে তোলা হচ্ছে। তারই অংশ হিসেবে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা নিয়মিতভাবে বিভিন্ন সিরিজ খেলছে। এদিকে গত কয়েক মাস ধরেই দারুণ খেলছে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। মাত্র কিছু দিন আগেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় তারা। পুরো সিরিজেই আধিপত্য দেখায় বাংলাদেশের যুবারা। নিউজিল্যান্ড সফরের আগে এশিয়া কাপের ফাইনালেও খেলে তারা। পুরো টুর্নামেন্টে দারুণ খেলেও ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র পাঁচ রানের আক্ষেপে পুুড়তে হয় তাদের। এশিয়া কাপের আগে ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশি সিরিজ খেলতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। সেখানেও ইংলিশদের ৩টি ম্যাচে হারায় তারা। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সবচেয়ে বড় সাফল্যটি এসেছিল ২০১৬ সালের বিশ্বকাপে। সে বছর বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু সেবার সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিতে হয় তাদের। এরপর ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছিল তারা। কিন্তু সেবার ভারতের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিতে হয় তাদের। টানা দুবার বিশ্ব আসরে ভালো খেলেও শিরোপার কাছে যাওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App