×

খেলা

রাজ্জাকের অনন্য নজির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ১০:৩১ পিএম

রাজ্জাকের অনন্য নজির

রাজ্জাক

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শনিবার (২ নভেম্বর) শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর বিভাগের মুখোমুখি হয় খুলনা। ম্যাচ শুরুর আগে স্পিনার আবদুর রাজ্জাকের সামনে ছিল অনন্য রেকর্ড গড়ার হাতছানি। ৬০০ থেকে ৬ উইকেট দূরে অর্থাৎ ৫৯৪ উইকেট নিয়ে খেলতে নেমে রংপুরের ব্যাটসম্যানদের সামনে যেন যমদূত হয়ে আর্বিভূত হয়েছিলেন খুলনার অধিনায়ক রাজ। তার ঘূর্ণিতে এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচের প্রথম দিনে ২২৪ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস। বল হাতে ২৪.১ ওভার বল করে ৭ মেডেনসহ ৬৯ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৬০১ উইকেট তুলে নিয়ে অনন্য নজির গড়েন রাজ্জাক। ৩৭ বছর বয়সী এ স্পিনার প্রমাণ করেছেন বল হাতে ফুরিয়ে যাননি তিনি। শনিবার এনসিএলে তার প্রথম শিকার ছিলেন রংপুরের ওপেনার মেহেদি মারুফ। ব্যক্তিগত ২৬ রানে তাকে পাঠিয়েছেন উইকেট রক্ষক নূরুল হাসান সোহানের নিরাপদ গ্লাভসে। দ্বিতীয় শিকার মিডল অর্ডার নাসির হোসেন। ৪০ রান করে যখন খুলনার বোলারদের চোখ রাঙানি দিচ্ছিলেন ঠিক তখনই তার স্ট্যাম্পে আঘাত হানেন রাজ্জাক। এরপর আরিফুল হককে ২৭, ধীমান ঘোষ, সাজেদুল ইসলামকে ০ ও রবিউল ইসলামকে ৭ রানে ড্রেসিংরুমের পথ দেখিয়ে ৬শ উইকেটের ল্যান্ডমার্কে পা রাখেন রাজ্জাক। সপ্তম শিকার ছিলেন রিশাদ হোসেন। ৩২ বলে ৪২ রান করে ঝড়ো ব্যাটিংয়ের পূর্বাভাস দেয়া এই লেগিকে ক্লিন বোল্ড করে ক্রিজ ছাড়া করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাকের ধারেকাছেও নেই বাংলাদেশের আর কোনো বোলার। দ্বিতীয় স্থানে থাকা এনামুল হক জুনিয়রও বাঁ-হাতি স্পিনার। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচে তার নামের পাশে ৪৭৬ উইকেট। তালিকায় তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ শরীফ। সেরা পাঁচে তিনিই একমাত্র পেসার। ১৩২ ম্যাচে তার উইকেট ৩৯৩টি। চতুর্থ স্থানে থাকা বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের ১১২ ম্যাচে ৩৯২ উইকেট। পঞ্চম স্থানে থাকা সাকলাইন সজীবও বাঁ-হাতি স্পিনার। ৯০ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ৩৬১টি। ২০০৪-৫ মৌসুমে ১০০ উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করেন আবদুর রাজ্জাক। ২০১২-১৩ মৌসুমে ২০০ উইকেট, ২০১৩-১৪ মৌসুমে ৩০০ উইকেট, ২০১৫-১৬ মৌসুমে ৪০০ উইকেট, ২০১৭-১৮ মৌসুমে ৫০০ উইকেট, ২০১৮-১৯ মৌসুমে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। জাতীয় দলের বাইরে থাকলেও গত চার-পাঁচ মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে রাজ্জাক ভীষণ ধারাবাহিক। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাকই সর্বোচ্চ উইকেট শিকারি। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এবার ভারত সফরে একজন অভিজ্ঞ স্পিনারের সংকট চলছে বাংলাদেশ দলে। তাইজুল থাকলেও রাজ্জাকের অভিজ্ঞতা ও বৈচিত্র্যকে তো ‘মিস’ করতেই পারে দল। রাজ্জাক নিজেও শনিবার অসামান্য এক মাইলফলক গড়ে জানিয়ে দিলেন, এখনো ফুরিয়ে যাননি। ১৩২টি প্রথম শ্রেণির ম্যাচ থেকে ৬০১ উইকেট পাওয়া আবদুর রাজ্জাকের টেস্ট অভিষেক ঘটে ২০০৬ সালের ১৬ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে সর্বশেষ টেস্টে অংশ নেন। ১৩ টেস্টে ২৮ উইকেট পেলেও ২০০৪ সালে হংকংয়ের বিপক্ষে অভিষেক হওয়া রাজ্জাকের ওয়ানডে রেকর্ড বেশ সমৃদ্ধ- ১৫৩ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে সংগ্রহ করেছেন ২০৭ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App