×

খেলা

বৃথা গেল নিগার সুলতানার ফিফটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ১০:৩২ পিএম

বৃথা গেল নিগার সুলতানার ফিফটি

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে

পাকিস্তান সফরে গিয়ে লড়াই করেও ব্যর্থতার খোলস ভেঙে বের হতে পারছে না বাংলাদেশের মেয়েরা। শনিবার (২ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯ রানে হেরেছে রুমানা আহমেদের বাহিনী। স্বাগতিকদের ২১৬ রানের লক্ষ্যে ১৮৬ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। পাকিস্তান নাহিদা খানের হাফসেঞ্চুরিতে ভর করে ২১৫ রান তুলে। জবাবে উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানার ফিফটিতে লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৭.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। এর আগে ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে টি-টোয়েন্টিতে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচে ১৪, দ্বিতীয় ম্যাচে ১৫ ও তৃতীয় ম্যাচে ২৮ রানে হেরেছিল সালমা-রুমানারা। তবে টি-টোয়েন্টিতে তিন ম্যাচেই জিততে যথেষ্ট লড়াই করেছিল টাইগ্রেসরা। শনিবার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানি অধিনায়ক বিসমাহ মারুফ। শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার নাহিদা। তিনি উদ্বোধনী জুটিতে সিদ্রা আমিনের সঙ্গে ৫৯ রান করেন। ব্যক্তিগত ২১ রানে সিদ্রা আমিনকে বোল্ড করে সাজঘরের পথ দেখান ফাহিমা খাতুন। এরপর জাবেরিয়া ২ রান তুলেই আউট হন। তৃতীয় উইকেটে নেমে বিসমাহ মারুফ ৩৯ রানে সাজঘরে ফিরেন। অধিনায়ক ফিরে যাবার পরই ৯৭ বল মোকাবেলায় ৭ চারে ৬৮ রান করে নাহিদা আউট হন। উমাইমা সোহেল ২৯ ও আলিয়া রিয়াজ ৩৭ রানে পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছায় পাকিস্তান। বাংলাদেশের বল হাতে পক্ষে জাহানারা আলম সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে উইকেট শিকার করেন পান্না ঘোষ ও নাহিদা আক্তার। পাকিস্তানের ২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ রানের মধ্যে ২ উইকেট হারায় বাংলাদেশ। এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। যদিও নিগার ৫৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তার ৭৭ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়। ফারজানা হকের ২৭ ও রুমানার ২৮ রানের ইনিংস বাংলাদেশের লড়াইয়ে কার্যকরী ভূমিকা রাখে। বল হাতে পাকিস্তানের সানা মীর ও নাশরা ৩টি করে উইকেট নেন। মঙ্গলবার একই মাঠে দুই দল মুখোমুখি হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান : ২১৫/১০ (৪৮.৫ ওভার) নাহিদা ৬৮, সিদরা আমিন ২১, বিসমাহ ৩৯ জাহানারা ৪৪/৩, পান্না ১২/২, নাহিদা ১৫/২ বাংলাদেশ : ১৮৬/১০ (৪৭.৪ ওভার) নিগার ৫৮, ফাহিমা ১২, জাহানারা ৭ সানা ৪৯/৩, নাদিয়া ৩৮/২ ফল : পাকিস্তান মহিলা দল ২৯ রানে জয়ী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App