×

জাতীয়

তিন সিটির ভোটের দিনক্ষণ নিয়ে ইসির বৈঠক রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ০৬:৫৮ পিএম

তিন সিটির ভোটের দিনক্ষণ নিয়ে ইসির বৈঠক রবিবার
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে রবিবার (২ নভেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন ইসি। এ নিয়ে গত বৃহষ্পতিবার বৈঠক হলেও সেখানে আরপিও চূড়ান্তকরা ও সীমানা পুননির্ধারণ অধ্যাদেশের যুগোপযোগী সংস্কারের বিষয়ে সীমাবদ্ধ ছিল, কিন্তু কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি সন্ধ্যায় মুলতবি হয়ে যায়। তবে রবিবারের বৈঠকে তিন সিটির ভোটের দিনক্ষণের বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করছেন ইসি সংশ্লিষ্টরা। এর আগে গত বৃহষ্পতিবার ইসির বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের বিষয়টি ছাড়াও ৮টি এজেন্ডা আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত ছিল। কিন্তু সময়াভবে এ বিষয়গুলো আলোচনায় ওঠেনি, সে কারণে কাল পূনরায় বৈঠকে বসছে ইসি। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, সংস্কারের এ কার্যক্রম তো চলমান প্রক্রিয়া। কমিশন সভায় দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তিনি বলেন, সীমানা অধ্যাদেশের খসড়াটি আইন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছিল। তাতে কিছু অবজারভেশন দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ইসির সংস্কার সংক্রান্ত কমিটি কাজ করবে। রফিকুল ইসলাম বলেন, সভায় ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি থাকলেও আলোচনার আগেই বৈঠক মুলতবি করা হয়। রবিবার আবারো সভা অনুষ্ঠিত হবে। বিষয়টি গুরুত্ব পাবে বৈঠকে। ইসি সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ এপ্রিল একসঙ্গে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটির ভোট হয়েছিল। এরপর ঢাকা উত্তর সিটিতে প্রথম সভা হয় ওই বছরের ১৪ মে, দক্ষিণ সিটিতে ১৭ মে এবং চট্টগ্রাম সিটিতে প্রথম সভা হয় ওই বছরের ৬ আগস্ট। সে হিসাবে ঢাকা উত্তরের ক্ষেত্রে এ মেয়াদ হবে ২০২০ সালের ১৩ মে পর্যন্ত, দক্ষিণে ১৬ মে পর্যন্ত। চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট করতে হবে। সে হিসেবে ডিসেম্বর থেকে দিন গননা শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App