×

জাতীয়

প্রিন্ট মিডিয়ার আবেদন ফুরাবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ০৯:২৫ পিএম

যতই অনলাইন বা ইলেক্ট্রিক মিডিয়া হোক না কেন মিডিয়ার জগতে ঠিকই প্রিন্ট মিডিয়া রাজত্ব করবে। এর আবেদন কখনও ফুরাবে না। শুক্রবার ( ১ নভেম্বর) যশোরের চৌগাছার ডিভাইন সেন্টারে ভোরের কাগজের দুইদিন ব্যাপী খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন। ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত শুভেচ্ছা বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার হোসেন বলেন, আমি একজন বিজ্ঞানী। সে হিসেবে বলতে পারি যতো অনলাইন বা ইলেক্ট্রিক মিডিয়া হোক না কেন বৈজ্ঞানিক সূত্র মানলে মূল অবস্থানে ফিরে ঠিকই প্রিন্ট মিডিয়া মিডিয়ার জগতে রাজত্ব করবে। তিনি লাইভটিভি, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার নেতিবাচক ভূমিকা উল্লেখ করে বলেন, এগুলো তাৎক্ষণিক ভাবে খবর ছড়াতে পারে ঠিকই। কিন্তু এর ভুল বা অপব্যবহার বেশি হয়ে থাকে। সম্প্রতি ভোলার বোরহানউদ্দিনে ঘটে যাওয়া ঘটনার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন এর আগেও এরকম সোশ্যাল মিডিয়ার অপব্যবহার হয়েছে। শুভেচ্ছা বক্তব্যে ভোরের কাগজ সম্পাদক বলেন, বর্তমানে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রিন্ট মিডিয়াকে এগিয়ে যেতে হবে। স্যোশাল মিডিয়া আমাদের জনজীবন, সমাজ, সংস্কৃতি পাল্টে দিচ্ছে। এগুলোকে মেনেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যে মোবাইল ব্যবহার করি, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এটা একটা পরিবর্তনের অংশ। শ্যামল দত্ত আরো বলেন, আগামী বিশ বছর পর এখনকার মতো মানুষ সংবাদপত্র (প্রিন্ট মিডিয়া) পড়বে কিনা, এখন আমাদের যে আবেগ প্রিন্ট মিডিয়ার প্রতি আছে আমাদের সন্তানদের সেটি থাকবে কিনা তা নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। উন্নয়নের ক্ষেত্রে অনেক দেশের কাছে বাংলাদেশ এখন দৃষ্টান্ত। সরকারের এই যে অর্জন এই অর্জনের সঙ্গে মিডিয়া ওতপ্রোতভাবে জড়িত। এটা মাথায় রেখেই আগামীদিনে আপনাদের কাজ করতে হবে। যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ প্রিন্ট মিডিয়ার গুরুত্ব উল্লেখ করে বলেন, যতই অনলাইন পত্রিকা হোক, প্রিন্ট মিডিয়ার আবেদন ফুরাবে না। অনুষ্ঠান শুরুতেই দুটি শ্বেত পায়রা উড়িয়ে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধান অতিথি প্রফেসর ড. আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করেন যশোর জেলা প্রতিনিধি আলমগীর কবীর। জেলা প্রশাসক শফিউল আরিফকে ফুল দিয়ে বরণ করে নেন বরগুনা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট সঞ্জীব দাস। সম্পাদক শ্যামল দত্তকে ফুল দিয়ে বরণ করেন যশোরের চৌগাছা উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান রিন্টু। চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন কাগজ প্রতিবেদক (সাতক্ষীরা) ড. দিলীপ কুমার দেব। সহকারী কমিশনার (ভূমি) চৌগাছা নারায়ণ চন্দ্র পালকে ফুল দিয়ে বরণ করেন ঝালকাঠি জেলা প্রতিনিধি আব্দুল মান্নান তাওহীদ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের চৌগাছার উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, ভোরের কাগজের মফস্বল সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বিজ্ঞাপন ব্যবস্থাপক এসএমএ রাজ্জাক, প্রধান হিসাব রক্ষক আব্দুল করিম সোহাগ, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদার, সার্কলেশন ইনচার্জ তসলিম চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App