×

জাতীয়

হাকীমপুরী জর্দাসহ ২৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৫:০৫ পিএম

হাকীমপুরী জর্দাসহ ২৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া
জনস্বাস্থ্য হুমকির কারণে হাকীমপুরী জর্দাসহ গুল বিক্রিকারী ২৩ প্রতিষ্টানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান সৈয়দা সরওয়ার জাহান, সদস্য মাহবুব কবির, মনজুর মোর্শেদ আহমেদ। খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান বলেন, আমরা ২৩ টি প্রতিষ্টানের জর্দা ও গুল টেস্ট করিয়েছি। যাতে হেভি কেমিক্যাল লেডের অস্থিত্ব পাওয়া গিয়েছে। প্রথমিক পর্যায়ে এসব কোম্পানির অনুসন্ধান করব। পরবর্তী পর্যায়ে এদের নোটিস করব। প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় কারখানা সিলগালা করে দেব। তিনি বলেন, খাদ্যে হেভি কেমিক্যাল নিষিদ্ধ থাকা সত্বেও গুল ও জর্দায় তা পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App