×

সাময়িকী

সেই থেকে গ্রহালোকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৭:০১ পিএম

এভাবেই গেয়ে যাই সমবেত সুরের দক্ষিণা। জানা কি অজানা নামে প্রতিদিন লিখি যে চিঠি। মিটিমিটি তারাগুলো আমাকেই কাছে থেকে দেখে। বাঁকে বাঁকে যে প্রলয় মিটিয়ে যায় সবটুকু দেনা। আমি সেই ঋণ নিয়ে একান্তে পথে বসে থাকি। আঁকি যে ঢেউয়ের মুখ, তার কাছে কোনো চাওয়া নেই। সেই থেকে গ্রহালোকে একাকী রাগের ছটায়। পুনরায় ফিরে যাবো- প্রত্যাশায় আয়ু জমা রাখি। কিছুই অর্জন নেই, তবু কেন দাগের নগরে। ঘুরে ঘুরে দাগ কেটে রেখে যেতে চাই পদছাপ! আলাপ জুড়িনি বলে যে আকাশ মুখ ফিরিয়ে নেয়। দেয় কি কেউ তারে- ভালোবাসা প্রাণ উজাড় করে! আমার বিসর্গ বোধে সারি সারি জোনাকীরা উড়ে। গায় কার বন্দনা তারা! থাকে কার সাম্রাজ্য জুড়ে!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App