×

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১১:৪৫ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে সড়ক দুর্ঘটায় নিহত হয় বিল্লাল বেপারী (২৪) নামের এক যুবক। রামপুরা আফতাব নগরে ভবন থেকে নিচে পড়ে নিহত হয় জালাল হোসেন (৫০) নামের এক সিকিউরিটি গার্ড ও ভাষানটেকে মদ্যপানে মৃত্যু হয়েছে মোঃ শাকিল (২৯) নামোর এক শিক্ষার্থীর। বুধবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে এই পৃথক ঘটনাগুলো ঘটে। পল্টন থানার উপ পরিদর্শক মোঃ শাহিন উদ্দিন জানান, বিল্লালের বাড়ি বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনী গ্রামে। তার বাবার নাম কামাল বেপারী। তার মানসিক সমস্যা ছিলো। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতো সে। ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনের রাস্তায় কোন যানবাহনের ধাক্কায় নিহত অবস্থায় পড়ে ছিলো সে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এদিকে রামপুরা আফতাবনগরে একটি নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে যায় জালাল। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী তোফায়েল আহমেদ জানান, জালালের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে। জালাল আফতাবনগরের একটি ৯তলা নির্মানাধীন ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন ওই ভবনেই। গতরাত সাড়ে ১০টার দিকে ওই ভবনের ৩ তলা থেকে ২য় তলায় পড়ে যায় সে। পরে দেখতে পেয়ে সহকর্মীরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শাকিলের বাসা মোহাম্মদপুর কাঁটাসুরে। তার স্ত্রী সুলতানা সাদিয়া তাকে সকাল ৭টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসকদের জানান শাকিল ভাষানটেক ক্যান্টনমেন্ট ১২৭ নম্বর বাসায় মদ্যপান করেছে। প্রথমে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। পরে ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহতের সহপাঠীরা নাম না প্রকাশ করার শর্তে জানান, শাকিল শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনার বিভিগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলো। ২ বছর হয় সে বিয়ে করেছে। তার বাবার নাম সাইদুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App