×

সাময়িকী

ভালোই হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৭:০১ পিএম

স্যাটেলাইট থাক এই তো বেশ খোলা আকাশ দুর্যোগ, বন্যার চেয়েও আছে বৈশাখ, আষাঢ়, বসন্ত কথা হয়, কথা হলে ব্যথা বুঝি ব্যথা হলে খুলে বলি, আমরা পাপমুক্ত। অপাপবিদ্ধ পাহাড়ের বুক ভরে নামে ঝরনা, তবুও সুন্দর থেকে আরও অদ্ভুত সুন্দর চেয়েছে জনমানুষ চেয়েছে ‘এ-ক্যাপসুল’, কৃমিহীন হবে সব শিশু হবে ক্ষণ সুন্দর, দিন সুন্দর, উড্ডীন শহর। গায়ের ঝাড়ন-মাজন পেয়ে রূপ বাড়ছে গাছেদের বাড়ছে মনোবাসনা, বাড়ছে মুখোশ এমন মানদণ্ডে শেষে চাপা পড়লো না কিছুই উড্ডীন শহরে আজ ঝুলে থাকা জীবন বলে কাকে যে কেন, কখন, কোন বিশ্বাসে বলেছিল ভালোই হবে সব দিনকে দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App