×

সাহিত্য

বঙ্গবন্ধুকে নিয়ে বইআড্ডা ও আবৃত্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৮:৫৪ পিএম

দেশের নানা বয়সী কবিরা তাদের কবিতায় নানাভাবে তুলে ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কবিতার পংক্তিতে তুলে এনেছেন বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামের নানা বিষয়। আর স্বাধীনতার মহান স্থপতির জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘কবিতায় বঙ্গবন্ধু: জন্মশতবর্ষে আবৃত্তির ১০০ কবিতা’ শীর্ষক সংকলনগ্রন্থ প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশণী। এটির সম্পাদনা করেছে নাজমুল আহসান। এই কবিতার সংকলনগ্রন্থ নিয়ে আড্ডা ও আবৃত্তির আসরের আয়োজন করে প্রকাশনা সংস্থাটির অঙ্গ প্রতিষ্ঠান শ্রাবণ বইগাড়ি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান।

এতে বিশেষ অতিথি ছিলেন বাচিকশিল্পী আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা রুহুল আহমেদ বাবু, আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন বইটির সম্পাদক নাজমুল আহসান ও প্রকাশক রবীন আহসান।

ডাঃ মোঃ মুরাদ হাসান বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের জন্ম দিয়েছেন। তার দর্শন, চেতনা ও মূলমন্ত্র আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন বিশ্বের বুকে স্বনির্ভরশীল বাংলাদেশ।

বইআড্ডা শেষে দেশের প্রায় ৬০ জন নবীন-প্রবীন আবৃত্তিশিল্পীর বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App