×

সাময়িকী

নির্ঘুম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৭:০১ পিএম

-তোমার কি ঘুম আসে না! -ঘুমালে লিখবে কে? -কী লিখ? -যা কেউ লিখে না -কী? গল্প না কবিতা? -জীবন লিখি -তোমার নাকি আমার? -জীবনের -তবে কি স্মৃতিলিপি? -বর্তমানের ন্যানো সেকেন্ড পূর্ব মুহূর্তই স্মৃতি। তাই ভবিষ্যৎ লিখি -তুমি কি ঈশ্বর, ভবিষ্যৎ লেখ? -ঈশ্বর প্রতিচ্ছবি -কার? -প্রকৃতির -প্রকৃতিতে এখন আঁধার -আঁধারেই ঈশ্বর খেলা করেন। দেখবে? -তাহলে সব ভুলে যাও, মিশে যাও। -পারছি না, ডুবে যাচ্ছি, চোরাবালি -তাহলে তুমি হুকুম পালনকারী। আমি যাই, জীবন রচনা করি...

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App