×

জাতীয়

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম

কখনো বাস-ট্রাকে, কখনো বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ভেতর, কখনো গ্যাস সিলিন্ডারে করে, আবার কখনো শরীরের ভেতর লুকিয়ে কক্সবাজার থেকে ইয়াবার চালান চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ায় প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে ইয়াবা পাচারকারিরা। এবার তেমনই এক ইয়াবার চালান জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। ইয়াবা সংরক্ষণের জন্য পিকআপভ্যানের বাম পাশের চাকার উপর বিশেষভাবে তৈরি চেম্বার (কুঠুরি) করে লুকিয়ে পাচার করা হচ্ছিল এসব ইয়াবা। বুধবার (৩০ অক্টোবর) রাতে কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার এলাকা থেকে জব্দ করা হয় এমন এক পিকআপ ভ্যান। এ সময় উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা। গ্রেপ্তার করা হয় পিকআপ ভ্যানটির মালিক ও ভ্যান চালক মো. ফারুককে (২৫)। নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপপুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন বলেন, প্রথমে ইয়াবা পরিবহনের কথা অস্বীকার করলেও পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে ফারুক ভ্যানে ইয়াবা রাখার গোপন জায়গাটি দেখিয়ে দেন। তিনি জানান, ইয়াবাগুলো টেকনাফের সাবরাং মধ্যম কাটাবনিয়া এলাকার কবির আহমদের ছেলে মো. ওসমান গণির (৩২)। এসব ইয়াবা ঢাকায় মো. মামুন (৩৫) নামের একজনকে বুঝিয়ে দেয়ার কথা ছিল। এর আগেও ফারুক কয়েকবার ইয়াবা পাচার করেন। অস্ত্রসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার: এদিকে নগরীতে দেশীয় তৈরি এলজি ও গুলিসহ ৭ মামলার মনির ওরফে মেশিন মনির (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাতে কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, মনিরের কাছ থেকে একটি এলজি ও একটি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি ও খুলশী থানায় সাতটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরো একটি মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App