×

সাময়িকী

আমার ক্রন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৭:০১ পিএম

গরুড়ের ক্ষুধা নিয়ে বিরহ-ব্যাকুল অনেক কেঁদেছি আমি- কেঁদেকেটে ভাসিয়েছি বুক আমার ক্রন্দন শুনে অকপটে কেঁদেছে আকাশ ঝরেছে বৃক্ষের পাতা ধুলোর সংসারে হু-হু করে বয়ে গেছে শীতের বাতাস হিমগিরি গলে গলে বয়ে গেছে নদী অবিরল অশ্রুপাতে লবণাক্ত হয়েছে সাগর অনর্গল ডেকে ডেকে সারসের কণ্ঠ চিরে ঝরিয়েছি লাল তবুও পাষাণী তুই এমনই বধির শ্রবণে পশেনি তোর অনিঃশেষ আমার ক্রন্দন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App