×

খেলা

আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল তেরেঙ্গানু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১০:৫১ পিএম

আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল তেরেঙ্গানু

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে শিরোপা জয়ী মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি

আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল তেরেঙ্গানু

চট্টগ্রাম আবাহনী - তেরেঙ্গানুর খেলোয়ারের বল দখলের লড়াই

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের ফাইনালে আবাহনীকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি। ম্যাচটিতে তেরেঙ্গানুর হয়ে গোল করেছেন হাকিম বিন মামাত ও মোহাম্মদ আজালিনুল্লাহ বিন মোহাম্মদ আলিয়াস। অন্যদিকে আবাহনীর হয়ে একমাত্র গোলটি করেছেন লুকা রটকোভিচ। এবারই প্রথমবারের মতো শেখ কামাল কাপে খেলতে আসে তেরেঙ্গানু। আর অংশ নেয়ার আসরেই শিরোপা জিতল তারা। তেরেঙ্গানু এফসির জয়ের মধ্য দিয়ে তিন আসরে আলাদা তিন চ্যাম্পিয়ন পেল শেখ কামাল ক্লাব কাপ। ২০১৫ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। ২০১৭ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস। আর এবার চ্যাম্পিয়ন হলো মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি। বৃহস্পতিবারের (৩১ অক্টোবর) ফাইনালটি চট্টগ্রাম আবাহনীর জন্য ছিল শিরোপা পুনরুদ্ধারের মিশন। ২০১৫ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল আকাশি-নীল জার্সিধারীরা। কিন্তু এরপর ২০১৭ সালে দ্বিতীয় আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। এবার তৃতীয় আসরে আবার ফাইনালের টিকেট পায় জামাল ভূঁইয়ারা। কিন্তু ফাইনালে এসে অল্পের জন্য শিরোপার স্বপ্ন ভঙ্গ হলো তাদের। [caption id="attachment_173420" align="alignnone" width="700"] চট্টগ্রাম আবাহনী - তেরেঙ্গানুর খেলোয়ারের বল দখলের লড়াই[/caption] এদিকে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত একটি ম্যাচও হারেনি তেরেঙ্গানু এফসি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের চেন্নাই এফসিকে ৫-৩, দ্বিতীয় ম্যাচে ভারতের আরেক ক্লাব গোকুলাম কেরেলা এফসির বিপক্ষে গোলশূন্য ড্র ও বসুন্ধরাকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। এরপর সেমিতে শক্তিশালী মোহনবাগানকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পায় ক্লাবটি। অন্যদিকে আসরের প্রথম থেকেই উড়ন্ত সূচনা করে চট্টগ্রাম আবাহনী। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২০১৭ সালের চ্যাম্পিয়ন দল মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করে তারা। এরপর দ্বিতীয় ম্যাচে লাওসের ইয়ং এলিফ্যান্টকে ৪-২ গোলে হারায় দলটি। তবে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ভারতের মোহনবাগানের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় জামাল ভূঁইয়ারা। তৃতীয় ম্যাচে হেরেও গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠে দুর্দান্ত খেলে স্বাগতিকরা। সেমিতে গোকুলাম কেরেলাকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করে। পুরো আসরে ম্যাচ হয়েছে ১৫টি। গোল হয়েছে ৫৯টি। আর আসরে ব্যক্তিগত সর্বোচ্চ ৬টি গোল করে তেরেঙ্গানুর ইংলিশ খেলোয়াড় লি টাক। চ্যাম্পিয়ন দল হিসেবে ৪০ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে তেরেঙ্গানু। আর রানার্সআপ হিসেবে ২০ লাখ টাকা পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App