×

জাতীয়

পিঁয়াজ নিয়ে চিন্তার কিছু নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০৫:০৫ পিএম

পিঁয়াজ নিয়ে চিন্তার কিছু নেই
সাংবাদিকদের করা এক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী বলেন, ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ চলে আসবে শিগগিরই। পেঁয়াজের দাম নিয়ে সঙ্কট সাময়িক, অল্প সময়ের মধ্যেই আমদানির ১০ হাজার টন পেঁয়াজ দেশে পৌঁছাবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি আজারবাইজান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে বলেন, দুর্নীতি বিরোধী অভিযানে দলীয় পরিচয় দেখা হবে না। তিনি বলেন, সাংবাদিকরা এত খবর রাখেন অথচ ক্যাসিনো জানেন না কেনো। এতদিন ধরে কোনো একটা গণমাধ্যম এমন নিউজ দিতে পারলো না। এ জবাব কি সাংবাদিকরা জাতির কাছে দিতে পারবেন। শেখ হাসিনা বলেন, আমারও প্রশ্ন এ রকম ঘটনা ঘটে যাচ্ছে কেউ জানে না। মানুষ যখন অপরাধের সঙ্গে জড়ায় হয়তো প্রথম কেউ জানে না। কিন্তু একপর্যায়ে থাকে ধরা পড়তেই হবে। কেননা, কখন কে কোন অপরাধে ধরা পড়ে তার কোনো ঠিক নেই। আর অপরাধ করলে ধরা তাকে পড়তেই হবে। ভয় শব্দটি আমার ডিকশনারিতে নেই। ভয় পেলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান হতো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App