×

খেলা

আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০৪:১০ পিএম

আইসিসি থেকে সাকিবের ইস্যুতে কোনো সিদ্ধান্ত না আসার আগে বিসিবি ভারত সফরের জন্য নতুন করে দল ঘোষনা করবে না। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা থেকে ৬টা নাগাদ বিসিবি আইসিসি থেকে ই-মেইল প্রাপ্তির সম্ভাবনা দেখছে। সুতরাং তার আগে বিসিবি দল ঘোষণা দিচ্ছে না। এরই ধারাবাহিকতায় ভারত সফরে অধিনায়ক সাকিবের যাওয়া অনিশ্চয়তা এবং শংকার মুখে পরে যাচ্ছে। আসন্ন ভারত সফরে টি২০ টেস্ট দলে কে থাকছে অধিনায়ক জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গনমাধ্যমকর্মীরা। এছাড়াও সাকিবের বিষয়ে জানতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অধির আগ্রহে অপেক্ষায় আছেন। কিছুক্ষণ আগে জালাল ইউনুস বলেন, আপনারা একটু অপেক্ষা করুন আমরা আপনাদের কিছুক্ষণ পরেই বিস্তারিত সব জানাবো। বর্তমান চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে মানসিক ভাবে চাপে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ভীষণ মুষড়ে পরেছেন। তার বনানী বাসার সামনে অনেক ভক্ত সমর্থক এবং সাংবাদিকরা অপেক্ষায় থাকলেও তিনি বাইরে বেরিয়ে কোন কথা বা বিবৃতি দিচ্ছেন না। দু’বছর আগে ঘটে যাওয়া ঘটনায় আইসিসি কিংবা বিসিবির কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি গনমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। যেহেতু ভারত সফরের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বিসিবি সেহেতু এখনো তার ভারত সফরের বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App