×

বিনোদন

মিশা-জায়েদ যদি ডাকে তাহলে অবশ্যই যাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ০১:০২ পিএম

মিশা-জায়েদ যদি ডাকে তাহলে অবশ্যই যাব

মৌসুমী

ভোটারদের রায়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হতে পারেননি মৌসুমী। হেরে গেছেন মিশা সওদাগরের কাছে। হেরে গিয়ে কারো বিপক্ষে কোনো অভিযোগ জানাতে চান না। সাক্ষাৎকার নিয়েছেন আহমেদ জামান শিমুল

একা লড়ে গেলেন, এর জন্য অভিনন্দন।  আপনাকেও ধন্যবাদ। ভোটে জিততে পারিনি। কিন্তু মানুষের ভালোবাসা আর আপনাদের সার্বক্ষণিক সমর্থন আমি ভুলব না। পুরো অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতটা বলব বেশ ভালোই ছিল। ছোটখাটো বেশ কিছু ভুল চোখে পড়লেও বলব বড় ধরনের কোনো সমস্যা দেখিনি। ফল নিয়ে আপিল করবেন কি? আপিল করার কোনো ইচ্ছে নেই। ১১৮ জনের সদস্যপদ কেড়ে নেয়া হয়েছিল। আমি চেয়েছিলাম তাদের সদস্যপদ ফিরিয়ে দেয়া হোক। কিন্তু ভোটারদের রায় সে দিকে আসেনি। তাছাড়া ভোটের ব্যবধান তো দুয়েক ভোটের হয়নি। বেশ ভালোই ব্যবধান। তাই এ নিয়ে ভেবে লাভ নেই। সিনিয়র কয়েকজন শিল্পী নিরাপত্তার কড়াকড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন... আসলে নিরাপত্তার বিষয়টা সবাই মিলে ঠিক করা হয়েছিল। গেটে কী হয়েছে তা তো আমি ওইভাবে বলতে পারব না। নির্বাচনী ইশতেহারের আট দফা, হেরে গেলেও বাস্তবায়ন করবেন বলেছিলেন। এ নিয়ে কী ভাবছেন? আমি প্রথমে নতুন কমিটিকে এ নিয়ে বলব। তারা যদি কাজ করতে চায়, তাহলে আমি তাদের সাহায্য করব। তাছাড়া না চাইলে আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো বাস্তবায়ন করা বেশ কঠিনই হবে। নিজ থেকে কিছু করবেন না? তা তো অবশ্যই করব। শিল্পীরা আমার পরিবারেরই একটা অংশ। তাদের যে কোনো বিপদ-আপদে আমি, সানী সবসময় ছিলাম। ভবিষ্যতেও থাকব। মিশা-জায়েদ বলেছেন তারা আপনাকে সঙ্গে রেখে কাজ করবেন। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? যেহেতু নির্বাচনটা সুন্দরভাবে হয়েছে, তাই ওরা যদি ডাকে তাহলে অবশ্যই যাব। তবে সেটা হতে হবে সমিতির স্বার্থসংশ্লিষ্ট কাজ, শিল্পীদের কল্যাণের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App