×

জাতীয়

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ০৩:৫০ পিএম

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, খুলনা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের সঙ্গে মিল রেখে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের অনুমোদন দেয়া হয়।

আইনে বলা হয়েছে, গাজীপুর উন্নয়ন ককর্তৃপক্ষে একজন চেয়ারম্যান ও সার্বক্ষণিক চারজন সদস্য থাকবেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি থাকবেন। প্রতি তিন মাস অন্তর উন্নয়ন কর্তৃপক্ষ সভা করবে। এই সভায় মহাপরিকল্পনা প্রণয়ন এবং আবাসিক প্ল্যান পাস করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App