×

শিক্ষা

লালমাটিয়া মহিলা কলেজে বিজ্ঞান মেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ০৮:১৬ পিএম

রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে শুরু হয়েছে দুইদিন ব্যাপী অন্তঃকলেজ বিজ্ঞান মেলা। রোববার (২৭ অক্টোবর) সকালে মেলার উদ্বোধন করেন লালমাটিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

লালমাটিয়া মহিলা কলেজ বিজ্ঞান ক্লাবের তত্ত্বাবধানে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রদর্শন করা হচ্ছে ৩৭টি বিজ্ঞান প্রজেস্ট। এর মধ্যে ম্যাকানিকেল ২২টি, নন-মেকানিকেল ১০টি ও ৫টি রোবোটিক প্রজেক্ট রয়েছে।

এছাড়াও বিজ্ঞান মেলায় প্রদর্শন করা হয়েছে ৪৭টি দেয়াল পত্রিকা। কুইজ প্রতিযোগিতার পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কম্পিউটার প্রোগামিংয়েরও আয়োজন করা হয়েছে।

লালমাটিয়া মহিলা কলেজ বিজ্ঞান ক্লাব ছাড়াও মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ, ঢাকা কমার্স কলেজ ও বীরশ্রেষ্ট মুন্সি আব্দুর রউফ কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নিজ নিজ উদ্ভাবনী প্রদর্শন করছে।

সোমবার মেলার শেষ দিনে প্রদর্শনীর বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারী, বিজয়ী ও কৃতি ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কার বিতরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App