×

আন্তর্জাতিক

গ্রেটার নামে হলো গুবরে পোকার নাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ১১:৩৬ এএম

গ্রেটার নামে হলো গুবরে পোকার নাম
পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গের নামে ক্ষুদ্রাকার একটি গুবরে পোকার নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন এক ব্রিটিশ বিজ্ঞানী। পোকাটি মাত্র এক ইঞ্চি লম্বা, এর কোনো চোখ নেই, নেই কোনো ডানাও। এর মাথায় রয়েছে একটি অ্যান্টেনা। ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী উইলিয়াম ব্লক ১৯৬৫ সালে কেনিয়ায় এ গুবরে পোকাটি আবিষ্কার করলেও এতদিন এর কোনো নাম দেয়া হয়নি। ১৯৭৮ সাল থেকে পোকাটি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে রয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাসে অক্ষয় হতে চলেছে সাহসী কিশোরী গ্রেটার নাম। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ম এ সিদ্ধান্ত নিয়েছে। জলবায়ু পরিবর্তন রোধে গ্রেটার কাজের স্বীকৃতিস্বরূপ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ওই জাদুঘরের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাইকেল ডার্বি। নামকরণের বিষয়ে ড. ডার্বি বলেন, আমি এই কিশোরীর কাজে অভিভূত, তাই পোকাটির নাম দেয়ার ক্ষেত্রে তার নামটাই বেছে নিয়েছি। এর মাধ্যমে আমি তার অভাবনীয় সাফল্যের স্বীকৃতি দিতে চাই। জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্ববাসীকে সচেতন করে তুলতে কাজ করছেন গ্রেটা। তার ডাকে সারাবিশ্বের মানুষ পথে নেমেছে। এজন্য এবার নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিল এই স্কুলছাত্রীর নাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App