×

জাতীয়

ধর্মের নামে বিভেদ সৃষ্টি করবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ০৪:৫৫ পিএম

ধর্মের নামে বিভেদ সৃষ্টি করবেন না
সমাজে সবাইকে মিলেমিশে এক সাথে কাজ করতে হবে। জঙ্গিবাদ, বাল্যবিয়ে, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজে যেন মাদক, বাল্যবিয়ে যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে। সেদিকে খেয়াল রাখুন। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করবেন না। শান্তিপূর্ণ ভাবে দেশটাকে এগিয়ে নিয়ে সহযোগিতা করুন। রাজনৈতিক দলাদলি বন্ধ করে পীরগাছা ও কাউনিয়া উপজেলাকে শান্তি প্রিয় হিসেবে গড়ে তুলতে হবে। শনিবার(২৬ অক্টোবর) সকালে রংপুরের পীরগাছা থানা ও কমিউনিটি পুলিশিং কািমটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, পুলিশিং কমিটির রংপুর বিভাগীয় সমন্বয়ক ও দৈনিক খোলা কাগজ রংপুর অফিস প্রধান সুশান্ত ভৌমিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারন সম্পাদক আব্দুল্লাহহ আল মাহমুদ মিলন, পীরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) মীর মুহসীন মাসুদ রানা, পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, ওসি (তদন্ত) আজিম উদ্দিন প্রমুখ। এসময় একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বানিজ্য মন্ত্রী টিপু মুনশি ভাষা সৈনিক, মহান মুক্তিযদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য, সাবেক এমপি মরহুম শাহ আব্দুর রাজ্জাক স্মৃতি ফলক এবং আলোকিত চালুনিয়ার স্মৃতি কথা ফলক উন্মোচন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App