×

জাতীয়

তোরণ-ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর শ্রীপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ১২:৩১ পিএম

তোরণ-ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর শ্রীপুর
তোরণ-ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর শ্রীপুর
বাহারি শতাধিক তোরণ। রং-বেরংয়ের ডিজিটাল ব্যানার। অভিনন্দন আর শুভেচ্ছা ব্যানারে রঙ্গিন শ্রীপুর-মাওনা সড়ক। যেন এক মহোৎসব। ১৩ কিলো মিটার সড়কের কয়েক গজ পরপর সুশোভিত তোরণ। দুই পাশ দিয়ে ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পোস্টার। শ্রীপুর পৌর শহরের চেহারাই বদলে গেছে। আয়োজনের কোন কিছুর’ই যেন কমতি নেই। প্রায় পাঁচ বছর পর ২৬ অক্টোবর (শনিবার) হতে যাচ্ছে শ্রীপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সফল করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তৈরী করা হয়েছে তোরণ। এসব তোরণ তৈরি করেছেন পৌর আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করছে শ্রীপুর পৌর আওয়ামীলীগ। পৌরসভার যে কয়টা ডেকোরেটর ও ডিজিটাল প্রিন্টার রয়েছে ওইসব মালিক-শ্রমিকেরা সম্মেলনের জন্য আর কোনো অর্ডার নিচ্ছেন না। গত ১৫ অক্টোবর থেকে গেইট ও তোরণ তৈরীর কাজ নিয়ে তারা দিন-রাত ব্যস্ত রয়েছেন। শ্রীপুর পৌরসভার সামনে তোরণ নির্মাণ করছিলেন “শ্রীপুর ডেকোরেটরের কর্মীরা। উপস্থিত থেকে তদারক করছিলেন মালিক কামরুল ইসলাম। জানালেন, ১৫টির মতো তোরণ করেছেন তিনি। আরও ১৫টির মতো বায়না আছে। তোরণ তৈরির জন্য মজুরি নিচ্ছেন আকার ও সাজসজ্জা অনুসারে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত। তোরণের সঙ্গে লাগানোর জন্য ডিজিটাল প্রিন্টের ব্যানার ও আয়োজক সংগঠন বা নেতাদের ছবি আয়োজকেরাই সরবরাহ করেন। রুমা ডেকোরেটরের মালিক মনির হোসেন জানান, তিনি সম্মেলনের সভাস্থলের মঞ্চ তৈরীর কাজ পেয়েছেন। মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর বাজার পর্যন্ত ডেকোরেটরের দোকানের সংখ্যা ১৫ থেকে ২০টি। তাঁর হিসাবে প্রায় শতাধিক তোরণ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শ্রীপুর ডিজিটাল সাইনের মালিক ওয়াহিদুজ্জমান মনির জানান, গত ১৫ দিন যাবত শুধু আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষ্যে তাদের নেতাকর্মীদের ব্যানর তৈরি করছি। এ পর্যন্ত ৭০টি ব্যানার তৈরি করা হয়েছে। আরো ব্যানার তৈরির অর্ডার আছে। প্রতিটি ব্যানার ২৪/২৫ ফুট করে লম্বা। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যানার হলো ১’শ ফুট লম্বা। যেটি শ্রীপুর উপজেলার প্রবেশ দ্বার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাষ্টারবাড়ীতে গেইট করা হয়েছে। সকাল ১০ টায় শ্রীপুর রেলগেইট এলাকায় কথা হয় পঞ্চাশোর্ধ আব্দুল মোতালিবের সাথে। স্মৃতি হাতড়ে বললেন, ‘শ্রীপুরে এমন সাজগোজ জীবনে আগে দেখি নাই।’ গোসিংগা ইউনিয়নের পেলাইদ থেকে শ্রীপুরে আসা কৃষক মরম আলী বললেন, সাজাগোজা তো ভালোই লাগছে। শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা গেল, বিশাল কর্মযজ্ঞ। মাঠটিও বিশাল। পূর্ব প্রান্তে নৌকা আকৃতির মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। তদারক করছেন পৌর আওয়ামীলীগের নেতা-কর্মীরা। কথা হয় পৌর আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমানের সঙ্গে। তিনি জানান, নৌকাটি হচ্ছে ৫০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া। মাঝখানে ছাউনি দিয়ে অতিথিদের বসার জন্য মূল মঞ্চটি করা হচ্ছে ২৫ ফুট বাই ৩০ ফুট মাপের। ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক যুবলীগ নেতা নুরুল ইসলাম মিষ্টার বলেন, দলের মূল নেতৃত্বের (আওয়ামীলীগের) সম্মেলন হলেও পৌরসভার ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা নিজ নিজ প্রার্থীদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন চেয়ে দোয়া চাচ্ছেন। শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী মাসুদ আলম ভাঙ্গী জানান, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সম্মেলনকে স্বাগত জানিয়ে তারা ব্যানার ও তোরণ তৈরি করেছেন। এবারের “শ্রীপুর পৌর আওয়ামীলীগের” সম্মেলন একটি ইতিহাস সৃষ্টি করবে। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল বলেন, সম্মেলনের প্যান্ডেল তৈরি করা হবে ১৬০ ফুট লম্বা ও ১২০ ফুট প্রস্থ। যেখানে ৫ হাজার নেতাকর্মীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App