×

জাতীয়

লোকমানকে বিসিবিতে রাখার যৌক্তিকতা নেই : কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ১০:৪৪ এএম

ক্যাসিনোকাণ্ডে আলোচিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে বিসিবি সভাপতির সঙ্গে তিনি কথা বলবেন বলে সাংবাদিকদের জানান। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা গ্রেপ্তার হয়েছে, তাদের ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পরিচালক লোকমানের বিষয়ে এখনো তেমন কোনো পদক্ষেপ নেয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন, লোকমান তার ‘বন্ধু’ হওয়ার পরও কোনোদিন ক্যাসিনোর কথা বলেননি, তাতে তিনি ‘আশ্চর্য’ হয়েছেন। এ বিষয়টি টেনে এনে গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় বোর্ড মিটিং যখন হবে, এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। আমি বিসিবির সভাপতির সঙ্গে আলাপ করব, যাকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো তাকে বোর্ডে রাখার কোনো যৌক্তিকতা নেই। বিসিবি সভাপতির বিরুদ্ধেও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে বলে এক সাংবাদিক জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সভাপতি আর্থিক কেলেঙ্কারিতে জড়িত বলে আমার মনে হয় না। এ ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, কেউ তথ্য প্রমাণসহ বলতে পারেননি যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে। এ সময় মন্ত্রী ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, এটা নিয়ে অনেকের মনেই শঙ্কা ছিল, অস্বস্তি ছিল। কাজেই দেরিতে হলেও বিষয়টার সমাধান হওয়ায় তা স্বস্তিদায়ক হয়েছে। ক্রিকেটাররা বেতন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে ওই ধর্মঘট ডাকার পর বিসিবি সভাপতি বলেছিলেন, এটা দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ক্রিকেটারদের সঙ্গে আমাদের নেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক, তারা তার পরিবারের সদস্যের মতো। তাদের যে কোনো সমস্যায় তারা নেত্রীর দ্বারস্থ হন, তিনি সমাধান করেন। যেহেতু এখানে একটা সমস্যা হয়েছে। এখানে কার কতটা দোষ এবং এখানে কোনো প্রকার অশুভ উদ্দেশ্য কারো আছে কিনা, সে বিষয়টা খোঁজ রাখা হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, যেটা ঘটে গেছে সেটার সমাধান হয়েছে শান্তিপূর্ণ ও সম্মানজনক। আমার সঙ্গে সাকিব আল হাসানেরও কথা হয়েছে, তিনি এই সমাধানে সন্তুষ্ট হয়েছেন। দেরিতে হলেও সমাধান হওয়ায় সারা জাতি স্বস্তি পাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App