×

খেলা

মেসিদের ঢাকা সফর অনিশ্চিত!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ০১:০৬ পিএম

মেসিদের ঢাকা সফর অনিশ্চিত!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী নভেম্বরে একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা আর্জেন্টিনা ও প্যারাগুয়ের। এ খবর জানার পর ফুটবলপ্রেমীদের মনে খুশির জোয়ার বইছিল। কিন্তু স্পন্সরদের অনীহা এবং ভেন্যু জটিলতার কারণে নভেম্বরের আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচ আয়োজনে আগ্রহী নয় বাংলাদেশ, এমনটি জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে। তা ছাড়া আর্জেন্টিনা তাদের সূচি থেকে ঢাকার ম্যাচ সরিয়ে পরের দিন ১৯ নভেম্বর ইসরাইলের তৃতীয় বৃহত্তর শহর হাইফাতে ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে। ইতোমধ্যে এ ম্যাচটি তাদের সূচিতে অন্তর্ভুক্ত হয়েছে মেসিদের নভেম্বরের সিডিউলে। আগের সূচি অনুযায়ী ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী ১৮ নভেম্বর। তবে পরিবর্তিত পরিস্থিতিতেও আর্জেন্টিনাকে ঢাকায় আনার আশা ছাড়ছে না বাফুফে। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, আমরা এখনো এই ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী। খেলা যে ঢাকায় হবে না, সে ব্যাপারে নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছি না। আরো কিছুদিন পর এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানাতে পারব। এর আগে ২০১১ সালেও আর্জেন্টিনা দল এসেছিল ঢাকায়। নাইজেরিয়ার বিপক্ষে একটা ম্যাচও খেলেছে তারা। ম্যাচটি আয়োজন করতে আনুমানিক ৩০ কোটি টাকা খরচ হয়েছিল আয়োজকদের। এবার খরচ বেড়ে যাচ্ছে বলে সূত্র জানায়। খরচ আনুমানিক ৪০ কোটির ওপরে হতে পারে। তাই মেসিকে ছাড়া কোনোভাবে এই ম্যাচ মাঠে গড়াচ্ছে না ঢাকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App