×

খেলা

ঢাকায় ডমিঙ্গো-ল্যাঙ্গাভেল্টের সঙ্গে স্পিন কোচ ভেট্টোরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ১২:০৬ পিএম

ঢাকায় পা রাখলেন টাইগারদের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। শুক্রবার(২৫ অক্টোবর) সকাল ১০টায় কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে তিনি শাহজালাল বিমান বন্দরে অবতরন করেন। গুলশানের একটি হোটেলে ভেট্টোরি থাকবেন। তার সঙ্গে বিসিবির ১০০ দিনের চুক্তির প্রথম দিন শুক্রবার।জুলাইয়ে স্পিন কোচ হিসেবে নিয়োগের পর এবারই প্রথম আসছেন নিউজিল্যান্ডের এই সাবেক তারকা ক্রিকেটার। ওদিকে ছুটি শেষে ঢাকায় ফিরেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবঙ পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্টও। তাদের পাশাপাশি প্রথমবারের মতো দেখা যাবে স্পিন বোলিং কোচ ভেট্টোরিকে। আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন ভেট্টোরি। অবশ্য পুরোটা সময় এই কিংবদন্তিকে পাওয়া যাচ্ছে না। আপাতত ভারত সফরের জন্য টাইগার স্পিনারদের প্রস্তুত করবেন তিনি। ৩ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারত সফর শুরু হবে টাইগারদের। ৭ নভেম্বর দ্বিতীয় এবং ১০ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১৪ নভেম্বর ইন্দোরে শুরু সিরিজের প্রথম টেস্ট। কলকাতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২ নভেম্বর। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App